প্রিয় এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ আস-সালামু আলাইকুম,
সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রতিযোগিতামূলক মানসম্পন্ন যুগোপযোগী শিক্ষাই সাফল্যের মূল চাবিকাঠি। জাতি হিসাবে উন্নতির শিখরে পৌছাতে হলে প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষার বিকল্প নেই। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের সৃষ্টিশীল চিন্তার যথাযথ বিকাশের লক্ষ্যে ডিজিটাল বোর্ড, মাল্টিমিডিয়া ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত শিক্ষাদানের দৃষ্টান্ত হয়ে উঠেছে কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয়। এখানে শিক্ষক-শিক্ষার্থীদের সৌহার্দপূর্ণ ও প্রানবন্ত শিক্ষা পরিবেশ জ্ঞানচর্চার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
মেধাসম্পন্ন মানবসম্পদ তৈরি আমাদের মূল লক্ষ্য। তাই জ্ঞান বিজ্ঞানে, মেধা মননে আধুনিক মননশীল শিক্ষিত প্রজন্ম তৈরির দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয়।
সুদক্ষ, প্রশিক্ষিত ও মেধাবী শিক্ষকগণের একাগ্রতা ও নিরলস কর্মপ্রচেষ্টা, সুযোগ্য ও নিবেদিত গভর্নিংবডির সার্বক্ষণিক তত্ত্বাবধানে, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা ও অধ্যবসায়ের কারণে কলেজের শিক্ষা কার্যক্রম সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। প্রত্যেক শিক্ষার্থী আমাদের সন্তানসম। তাই সন্তানকে ঘিরে অভিভাবকদের স্বপ্নপূরণই আমাদের স্বপ্ন ও অভিষ্ট লক্ষ্য।
মৃনাল গাইন
অধ্যক্ষ
কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি মহাবিদ্যালয়